বাবর আজমের ব্যাটে সেঞ্চুরি

বাজে সময় কাটিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন পাকিস্তানের ওয়াডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। দেশটির ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের’ ৭ম ম্যাচে স্টালিয়ন্সের হয়ে ১০০ বলে অপরাজিত ১০৪ রান করেন। ৭ উইকেটে বাবর আজমের দল ২৭১ রান করে। জবাবে ২৫ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় ডলফিন্স।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে ‍শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৭১ রান তোলে স্ট্যালিয়ন্স। উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন শান মাসুদ ও ইয়াসির খান। ৩৪ রানে শান মাসুদের আউটের পর ওয়ান ডাউনে খেলতে নেমে শেষ পর্যন্ত ১০৪ রানে অপরাজিত ছিলেন দেশটির শর্টার ভার্সনের অধিনায়ক বাবর।

স্টালিয়ন্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার ইয়াসির খান। এছাড়া তাইয়াব তাহির ৩৩ ও হুসাইন তালাত ২৩ রান করেন।

ডলফিন্সের হয়ে এদিন ছয়জন বোলার হাত ঘুরিয়েছেন। সবাই একটি করে উইকেট পেয়েছেন।

জবাবে খেলতে নেমে স্টালিয়ন্সের বোলারদের দাপুটে বোলিংয়ে ২৫ ওভার পর্যন্ত টিকতে পেরেছে ডলফিন্স। অলআউট হয়েছে ৯৭ রানে।

বা হাতি মিডিয়াম পেসার জাহানদাদ খান ৫ ও বা হাতি স্পিনার মেহরান মুমতাজ চার ওভার হাত ঘুরিয়েই তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। জাহানদাদ ৫ ওভারে দিয়েছেন ১৮ রান ও মেহরান ১৪ রানে তিনটি করে উইকেট তুলে নেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন লেগব্রেক গুগলি বোলার আবরার আহমেদ ও ডানহাতি পেসার হারিস রউফ।

স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাবর আজম।

Exit mobile version