বাবর-আফ্রিদিকে ফিরিয়ে চার সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

অবশেষে বাবর আজম-আফ্রিদিকে ফিরিয়ে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে চার সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বাজে ফর্মের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দল থেকে বাদ পড়েন তারা।

তবে চার সিরিজের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। রোববার অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে ও টি-২০ এবং জিম্ববুয়ে সফরের ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

তবে পিসিবি প্রধান জানায় মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের নতুন সীমিত ওভারের ক্যাপ্টেন হতে পারেন। তবে জিম্বাবুয়ে সফরে নতুনদের যাচাই করার লক্ষ্যে সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফলে জিম্বাবুয়ে সফরের টি-২০ স্কোয়াডে নাম নেই রিজওয়ানের। তার পরিবর্তে জিম্বাবুয়ে সফরের টি-২০ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিতে পারেন আঘা সলমান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডঃ আমির জামাল, আবদুল্লা শফিক, আরাফত মিনহাস, বাবর আজম, ফয়জল আক্রম, হ্যারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মহম্মাদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ইরফান খান, নাসিম শাহ, সইম আয়ুব, আঘা সলমন ও শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ স্কোয়াডঃ আরাফত মিনহাস, বাবর আজম, হ্যারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটকিপার), জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমর ইউসুফ, সাহেবজাদা ফারহান, আঘা সলমন, শাহিন আফ্রিদি, সুফিয়ান মকিম ও উসমান খান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডঃ আমির জামাল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, আহমেদ ড্যানিয়েল, ফয়জল আক্রম, হ্যারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ইরফান খান, সইম আয়ুব, আঘা সলমন, শাহনওয়াজ দাহানি ও তায়েব তাহির।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ স্কোয়াডঃ আহমেদ ড্যানিয়েল, আরাফত মিনহাস, হ্যারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মহম্মদ হাসনাইন, মহম্মদ ইরফান খান, ওমর ইউসুফ, কাসিম আক্রম, সাহেবজাদা ফারহান, আঘা সলমন, সুফিয়ান মকিম, তায়েব তাহির ও উসমান খান।

Exit mobile version