বার্সেলোনার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করলেন ইনাকি পেনা। ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্ক বেঁধে নিলেন স্প্যানিশ গোলরক্ষক। তবে নতুন মৌসুমে বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না তাকে। ধারে এক মৌসুমের জন্য যোগ দিচ্ছেন আরেক স্প্যানিশ ক্লাব এলচেতে।
বুধবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, ২৬ বছর বয়সী পেনার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে তারা। একই সঙ্গে তাকে এলচেতে পাঠানো হয়েছে মৌসুমব্যাপী ধারে।
বার্সার হয়ে এর আগেও বাইরে খেলতে গিয়েছিলেন এই গোলরক্ষক। ২০২২ সালে ৬ মাসের জন্য ধারে খেলেছিলেন তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে মাঠে নামেন পেনা। সর্বমোট এখন পর্যন্ত ক্লাবটির মূল দলের হয়ে খেলেছেন ৪৫ ম্যাচ।
পেনা নিজের ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে ইতোমধ্যেই জিতেছেন দুটি লা লিগা, দুটি স্প্যানিশ কাপ ও দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















