২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ (বৃহস্পতিবার)। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের অনেক তরুণ ক্রীড়াবিদ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১৫৯ জন শিক্ষার্থী, যার মধ্যে ১৪৭ জন পাস করেছেন। ফলে বিকেএসপির পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪৫ শতাংশ।
উল্লেখ্য, আঞ্চলিক বিকেএসপিগুলোতে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকলেও উচ্চ মাধ্যমিকের সুযোগ শুধুমাত্র সাভার বিকেএসপিতে।
এবারের পরীক্ষায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপ স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ এবং জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। ফলাফলে দেখা গেছে, সাগর পেয়েছেন জিপিএ ৩.০৮ এবং আলিফ ৩.৮৩। তবে ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন মারুফা।
বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ দেখাচ্ছে। কলেজের পক্ষ থেকে তার জন্য পুনর্মূল্যায়নের আবেদন করা হবে।”
এবার বিকেএসপি থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড পেয়েছেন। বাকিরা হলেন—টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা।
বিকেএসপির বাইরেও জাতীয় পর্যায়ে খেলোয়াড় হিসেবে পরিচিত অনেকেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো এখনো তাদের বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।
