ফারুক আহমেদকে বিদায় করে নতুন বিসিবি প্রধান হিসেবে গত মাসে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বোর্ড সভা ডেকেছেন তিনি। আজ বৃৃহস্পতিবার বিকেল তিনটায় জুম মিটিংয়ে অনুষ্ঠিত হবে এই বোর্ডসভা।
বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের ২৫ বছর টেস্ট পূর্তি উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠান। এছাড়া আলোচনায় থাকবে বেশ কিছু বাকি পড়ে থাকা কাজ।
টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিসিবির পরিচালক আকরাম খান খেলালাইভকে বলেন,‘ বোর্ড মিনিং না, আমরা বিকেলে জুম মিটিং করবো। এখানে তিনটা এজেন্ডা নিয়ে আলোচনা হবে।