বিক্রি হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব

শেষ পর্যন্ত বিক্রি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিভি (সম্প্রচার) স্বত্ব। অবশ্য কত টাকায় সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে সে বিষয়ে এখনই বিস্তারিত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।

এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে আয়োজিত দ্বি পাক্ষিক সিরিজের সম্প্রচার স্বত্ব কেউ কিনতে আগ্রহ দেখায়নি। সেই সময় বাধ্য হয়েই বিটিভিতে খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছিলো বিসিবি।

এরই ধারাবাহিকতায় পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা দূর হয়েছে। বিক্রি হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার স্বত্ব। কিন্তু টাকার পরিমাণ বিস্তারিত এই মুহুর্তে জানায়নি বিসিবি।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। ‘টিভি স্বত্বের বিষয়টা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই আমরা জানিয়ে দিবো। শুরুতে আমরা নির্ধারিত অর্থটা পাইনি।’ এভাবেই বলছিলেন তিনি। মিঠু আরও বলেন, ‘ তখন এটা ‘বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে আমাদের চাওয়া নির্ধারিত অর্থের প্রায় সম পরিমাণই পেয়িছি।’

এই মুহুর্তে বিস্তারিত তথ্য জানা না গেলেও কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যেমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিভি স্বত্ব বিক্রি করা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং বৃটেনের চারটা ভিন্ন প্রতিষ্ঠানকে টিভি স্বত্ব দেয়া হয়েছে। বিসিবি পরিচালক জানিয়েছেন, ‘ সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি।’

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বিক্রির জন্য যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলো সেখানে ভিত্তি প্রাইস ধরা হয়েছিলো চার কোটি টাকা। সে টাকাতেই টিভি স্বত্ব বিক্রি হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক জানান, ‘প্রায় আমাদের নির্ধারিত অর্থের কাছাকাছিই (পাওয়া গেছে)।

মিঠু জানান, বিডিং হয়েছিল অনেক কম। ফলে যারা আগ্রহ দেখিয়েছিল তাদের সঙ্গে আলোচনা করেই অন্য প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিলো।’

Exit mobile version