অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের আগামী মৌসুমের ড্রাফটে উঠে আসছে বাংলাদেশের ১১ ক্রিকেটারের নাম। ১৯ জুন অনুষ্ঠিতব্য ড্রাফটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং রিশাদ হোসেন।
বিশেষ নজর রয়েছে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের ওপর। গত মৌসুমেই তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সঙ্গে সূচির সংঘাতে এনওসি না পাওয়ায় বিগ ব্যাশে অভিষেক হয়নি তার। এবার রিশাদ রয়েছেন রিটেনশনের তালিকায়—যাতে আগ্রহ দেখালে হোবার্ট চাইলে আবারও তাকে ধরে রাখতে পারবে।
সাকিব আল হাসানের পর এখনো পর্যন্ত বিগ ব্যাশে মাঠে নামা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নেই। এনওসি এবং সূচির জটিলতায় এখনো এই লিগে বাংলাদেশের উপস্থিতি খুবই সীমিত। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট বিশেষভাবে মুস্তাফিজুর রহমানের নাম হাইলাইট করেছে, যা তার প্রতি আগ্রহের ইঙ্গিত দেয়।
এবারের ড্রাফটে ৩০ দেশের ৬০০-এর বেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। ঐতিহ্যবাহী ক্রিকেট দেশগুলোর পাশাপাশি হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া ও হাঙ্গেরির মতো নবীন ক্রিকেট দেশ থেকেও রয়েছে আবেদন।