বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে এইচপি। ৯ বলে ১৭ রান করেছেন তানজিদ আর জিশান করেছেন ১০ বলে ১০ রান। ৩ নম্বরে নেমে ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন।
৪ নম্বরে নেমে প্রথম বলেই আউট হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন। পারভেজের ৬৯ রানের ইনিংসের পর শেষ দিকে অধিনায়ক আকবর আলীর ১৮ বলে ২১ ও আবু হায়দারের ৮ বলে ১৩ রানের ইনিংসে ১৭০ রান তোলে বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় মেলবোর্ন।
রিপন মণ্ডল তোপ আর সাথে আলিস ইসলাম-রাকিবুল হাসানের ঘূর্ণিজাদুতে কোনঠাসা হয়েছেন মেলবোর্নের ব্যাটাররা। ব্যক্তিগত সর্বোচ্চ ১৯ রান আসে জর্জ ব্রাউনের ব্যাট থেকে। আর মার্কাস হ্যারিস করেন ১৮ রান। যেখানে দশের বেশি রান করতে পেরেছেন মাত্র ৫ জন ব্যাটার।
এইচপির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। এ ছাড়া ২টি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।
আগামীকাল তাসমানিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। আগামী ১৮ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।