সাকিব আল হাসান! বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এক তারকার নাম! কয়েক দিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ঘরের মাঠে দ. আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই সংস্করণকে বিদায় বলবেন তিনি।
কিন্তু বাস্তবতা হচ্ছে, নিরাপত্তা শঙ্কার কারণে সাকিবের দেশে ফেরা অনিশ্চিত! তাই শেষ পর্যন্ত এই অলরাউন্ডার দেশে ফিরবেন কি-না তা নিয়ে সন্দেহ আছে। সে ক্ষেত্রে কানপুর টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট!
আর নিজের সম্ভাব্য টেস্টের শেষ ইনিংসটা ভালো গেল না সাকিবের। ২ বল খেলে ডাক মরে আউট দেশসেরা এই অলরাউন্ডার। জাদেজার বলে তাকেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।