বিদেশি ক্রিকেটার নিয়ে এনসিএলে নতুন পরিকল্পনায় বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির এই ঘরোয়া টুর্নামেন্টে প্রতিযোগিতা ও মান বাড়াতে এই উদ্যোগ নিতে চায় বোর্ড। বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।

আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এনসিএল অনুষ্ঠিত হবে। এর আগে এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে সেটি বন্ধ ছিল। বিসিবির এক কর্তা বলেন, ‘এনসিএলে যেন প্রতি দলে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারে সেজন্য আমরা বোর্ডের অনুমোদন নেওয়ার পরিকল্পনায় আছি।’

তিনি আরও যোগ করেন, ‘আগে এটা হতো, কিন্তু এখন অনেক দিন ধরে হচ্ছে না। আমরা এখন এনসিএলে ঘাসের উইকেটেও খেলি। সেক্ষেত্রে যদি কোনো বিদেশি পেসার থাকে, তাহলে সেটি আমাদের দেশীয় ব্যাটারদের জন্য উপকারী হবে। কারণ তারা লম্বা সময় ধরে ভালো মানের বোলারদের বিপক্ষে খেলা ও অনুশীলনের সুযোগ পাবে।’

তবে চ্যালেঞ্জ রয়ে গেছে মানসম্মত বিদেশি ক্রিকেটার খুঁজে পাওয়া। কারণ একই সময়ে ভারতে রঞ্জি ট্রফি ও পাকিস্তানে কায়েদ-ই-আজম ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো চলবে। এজন্য বিসিবি বিকল্প হিসেবে অন্য দেশের ক্রিকেটারদের দিকে নজর দিতে পারে বলে জানিয়েছে ওই সূত্র।

এদিকে বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ঘরোয়া মৌসুম শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। এরপর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে ৫০ ওভারের বিসিএল, এবং ফেব্রুয়ারিতে চার দিনের বিসিএল। এবারের আসরে আফগানিস্তানের ‘এ’ দলকে যুক্ত করার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Exit mobile version