বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পরে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন-ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
ফলাফল ঘোষণা করতে এসে সংবাদ সম্মেলনে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। নাটকীয় ভাবে গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন বুলবুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে সভাপতি করা হয়। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।
বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহ-সভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাঁদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন। নতুন করে সহ-সভাপতি হওয়া ফারুক আহমেদ বিসিবির সভাপতিও ছিলেন। অন্য সহ-সভাপতি শাখাওয়াত সর্বশেষ বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন।
তবে আলোচিত এই নির্বাচন থেকে যারা প্রর্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তাদের সঙ্গে নিয়েই দেশের ক্রিকেট উন্নয়নের ঘোষণ দিয়েছেন বুলবুল। তিনি বলেন,‘আমি কিছু সময়ের জন্য বিসিবির দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য এখন কাজ করতে চাই।’ যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে নিয়ে দেশের ক্রিকেট এগিয়ে নিতে চাই। তবে সব ভালো কাজের কিছু সমালোচনা আছে এখানেও ছিল। সব কিছু ভুলে আমাদের সবার একটাই লক্ষ্য ক্রিকেটের উন্নতি।’
একই সাথে বুলবুল বলেন,‘ বাংলাদেশ আমাদের সবার দেশে। এই দেশের জন্য আমি কাজ করতে বিদেশের চাকরি ছেড়ে দিয়ে এসেছি। আমার এখন আগামী চার বছরের জন্য দেশের ক্রিকের উন্নয়নের একটা বড় পরিকল্পনা হাতে নেব। সেই পরিকল্পনা নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেব।’
বিসিবি’র নির্বাচন থেকে সরে যাওয়া ক্লাবগুলো লীগ বর্জনের হুমকি নিয়ে বুলবুল বলেন,‘ আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবো। সবাইকে নিয়েই দেশের দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে।’
এছাড়া সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন,‘ পূর্বে যা হয়েছে তা নিয়ে নতুন করে আলোচনা করতে চাই না। আমাদের সকলের একটাই লক্ষ্য আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















