জিম্বাবুয়ের মাটিতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ৮ম ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ লক্ষ্য পেলেও ম্যাচে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ যুব দল। ১৪৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৮ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে সেই চাপ সামাল দেন সাতে নামা সামিউন বশির।
৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৩৬ বলের ইনিংসে সামিউন তুলেন ৫২ রান। তার সঙ্গে মো. আবদুল্লাহ গড়ে তোলেন দায়িত্বশীল জুটি। ৪৭ বলে ২০ রান করে আবদুল্লাহ অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায়।
এর আগে বল হাতে দারুণ নৈপুণ্য দেখায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে তারা থামিয়ে দেয় মাত্র ১৪৭ রানে। শুরুতেই আঘাত হানেন দুই পেসার ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। প্রোটিয়াদের দুই ওপেনার জরিচ ফন (৫) ও আদনান (১৬)-কে ফিরিয়ে দেন তারা।
এরপর স্পিনে ঘূর্ণি তুলে দেন সানজিদ মজুমদার। তিনি পরপর তুলে নেন জেসন রাউলস, কামো ফিরি ও ডানিয়েল বোসম্যানকে। তিনজনের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। এতে মাত্র ৪৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
চাপে পড়ে গেলেও পল জেমস ও ভিহান প্রিটোরিয়াস গড়ে তোলেন ৩৭ রানের জুটি। রিজান হাসান ভিহানকে ফিরিয়ে সেই জুটি ভেঙে দেন। এরপর মাবাথার সঙ্গে ৩২ রান যোগ করেন জেমস। শেষ পর্যন্ত জেমস আউট হন ৩৩ রানে, আর মাবাথা করেন সর্বোচ্চ ৩৯।
বাংলাদেশের হয়ে সানজিদ ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন। ফাহাদ ও সামিউন বশির পান দুটি করে উইকেট।
এ জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের যুবারা শুক্রবার মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ের। ফাইনাল ম্যাচে তারা আবার মাঠে নামবে ১০ আগস্ট, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















