চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। বিতর্ক যেনো পিছুই ছাড়ে না এই লঙ্কান মাস্টারমাইন্ডের। চুক্তিবদ্ধ কোচ হয়েও বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর চলতি আসর নিয়ে সমালোচনা করে আবারো নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হাথুরুসিংহে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বিপিএলকে সার্কাস বলেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। এমনকি বিপিএল দেখে বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেন বলেও মন্তব্য করেন এই লঙ্কান। এনিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।
তাঁর প্রথম মেয়াদ শেষ হয়েছিলো ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে নানা বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ৬ মাস আগে তাঁকে আবারো প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়। তবে নতুন মেয়াদেও তাঁকে নিয়ে সমালোচনা পিছু ছাড়েনি। তামিম ইকবালকে দল থেকে বাদ দেয়া নিয়ে তাঁর দিকে সরাসরি অভিযোগের আঙ্গুল ওঠে।
এতোকিছুর পরেও বার বারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নিরব ভূমিকাতে রক্ষা পেয়েছেন তিনি। তবে জানা গেছে বিসিবি’র কর্তারা এবার নড়েচড়ে বসেছেন। এক দফা তাঁর কাছে এমন বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে জানতে চাওয়া হবে বলেও জানা যায়।
তবে এনিয়ে এখনো কোনও মন্তব্য করতে রাজি নয় বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা হাথুরুসিংহের সঙ্গে কথা না বলে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ বিপিএল নিয়ে হাথুরুর মন্তব্যগুলোকে বিস্ফোরক বলা চলে। তিনি টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘