ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের। মেগা ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।
হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
প্রায় ১২ বছর পর বিপিএলের ফাইনাল খেলছে চিটাগং কিংস। আসরে গ্রুপ পর্বে প্রথম দেখায় চিটাগং কিংসকে ৩৭ রানে হারায় খুলনা টাইগার্স। ঢাকায় সে ম্যাচে খুলনার দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে থামে চিটাগংয়ের দলটি। তবে ফিরতি দেখায় নিজেদের মাঠে চিটাগং কিংস ৪৫ রানে জয় তুলে নেয়।
সাগরিকায় সে ম্যাচে গ্রাহাম ক্লার্কের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০০ রান তোলে চিটাগং। জবাবে ৯ উইকেটে ১৫৫ রান তোলে খুলনা। ফলে খুলনার বিপক্ষে গুত্বপুর্ণ এ ম্যাচে চিটাগং কিংস তাকিয়ে থাকবে ৩১ বছর বয়সী ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের দিকে।
তবে প্রথম কোয়ালিফাইনালে চিটাকং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বরিশাল। আর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল খেলছে ফরচুন বরিশাল।