ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের। জমজমাট ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বিপিএলের ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ফাইনাল ম্যাচ দেখার জন্য টিকিট নিয়ে কম বিশৃঙ্খলা হয়নি। এর আগে বিক্ষুব্ধ দর্শকরা টিকিট কাউন্টারে আগুণ ধরিয়ে দিয়েছিল। বিপিএলে এবার অনলাইনে টিকিট বিক্রিতেই বেশি জোর দিচ্ছে বিসিবি। এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের বুথ থেকেও সংগ্রহ করা গেছে টিকিট।
কিন্তু ফাইনালের টিকিট নিয়ে হা হা কার। খেলা শুরুর তিন ঘণ্টা আগেই মিরপুর স্টেডিয়ামের গেট খুলে দেয়া হয় দর্শকদের জন্য। বিকেল সাড়ে চারটার মধ্যেই স্টেডিয়ামের প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পুরো স্টেডিয়াম যেন হয়ে উঠে এক খণ্ড বরিশাল। বরিশালের দর্শকরা দলের জার্সি গায়ে দিয়ে মাথায় পতাকা পড়ে স্টেডিয়ামে প্রবেশ করেছে।
তবে ফাইনালে টিকিট নিয়ে অভিযোগের শেষ নেই। উল্লেখ্য একাদশ বিপিএলের মেগা ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।