বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)র এবারের আসরে থাকছেন না ফরচুন বরিশাল। তবে গত সোমবার পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে মাত্র দুটি কোম্পানি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এসএস গ্রুপ কাগজপত্র জমা দিয়েছে কুমিল্লা ফাইটার্স নামে। আবেদনের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার দিয়েছে তারা।
এছাড়া রিমার্ক হারল্যানের ঢাকা ক্যাপিটালসও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকার পে অর্ডার ছাড়া রাজশাহী থেকে একটি প্রতিষ্ঠান আবেদন জমা দিতে এলে বিপিএল গভর্নিং কাউন্সিল তা গ্রহণ করেনি।
তবে আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করা যাবে। রাতে নাভানা টাওয়ারে সভা শেষে সংবাদ সংম্মেলন করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। শেষদিন বেশ কয়েকটি প্রতিষ্ঠান আবেদন জমা দিতে পারে বলে জানা গেছে। এর মধ্যে আছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স।
তবে আসন্ন আসরে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে না। বিষয়টা নিশ্চিত করেছেন ফরচুন শুজের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব হবে না।’
চট্টগ্রাম থেকে একটি বড় গ্রুপ ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কর্মকর্তা। মেঘনা গ্রুপের আলোচান থাকলেও বিপিএলে আগ্রহী না তারা। শেষপর্যন্ত রংপুর ছাড়া বিপিএলে বড় কোনো কোম্পানি নাও দেখা যেতে পারে।
নির্বাচনের পর বিসিবির নবনির্বাচিত কমিটি বিপিএল আয়োজনে উদ্যোগী হয়। এ মাসে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয়। ২৮ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ সময়। আজ বোঝা যাবে কেমন হতে পারে নতুন সাইকেলের বিপিএল।
