বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল রংপুর। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জমজমাট লড়াই। তিন দফা পিছিয়ে ১২তম আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। তার আগে ঢাকায় ২৪ ডিসেম্বর জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ইতিমধ্যে বিপিএলর ৬ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল গঠন করেছে। সেই তালিকায় সবচেয়ে বেশিটাকার শক্তিশালী দল গঠক করেছে রংপুর রাইডার্স। যে দলে আছেন জাতীয় দলের সব অভিজ্ঞতারকা ক্রিকেটাররা।
সেই সাথে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা দেশে সেরা সব তরুণ ক্রিকেটার। বাংলাদেশ টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাসদের সঙ্গে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স দলে ভেড়ায় মাহমুদউল্লাহকে।
দল গঠনের পর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন,‘ আমাদের সবচেয়ে সিনিয়র অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দলে আছেন। সেই সাথে লিটন তো আছেই। স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছে, কম্বিনেশনটা দারুণভাবে মিলবে। এটা আসলে বেশ স্বস্তির বিষয়ও আমি সত্যি বলতে খুব খুশি এবং ভীষণ রোমাঞ্চিত। এই দল নিয়ে আমরা বিপিএলের ফাইনাল খেলতে চাই।
শিরোপা জিততে সবচেয়ে বেশি টাকার দল গঠন করতে সোহানের রংপুর রাইডার্স ১২ ক্রিকেটার নিতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে।
এক নজরে রংপুর রাইডার্স দলঃ নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, মেহেদি হাসান সোহাগ, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে, মোহাম্মদ আখলাক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















