শেষ হয়েছে বিপিএলের আসর। এবারের আসরে দর্শকের আগ্রহ ছিল ব্যাপক। দর্শক উম্মাদনার পাশাপাশি টুর্নামেন্টে ঘিরে নেতিবাচক ঘটনা কম ছিল না। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ব্যাপক জল ঘোলা হয়েছে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারিশ্রমিক নিয়ে আর্থিক নীতিমালা ঘোষণা করেছে।
নীতিমালা অনুসারে বিপিএল ড্রাফট থেকে চুক্তিবদ্ধ হওয়া আন্তর্জাতিক খেলোয়াড়দের চুক্তিভিত্তিক ও ম্যাচ ফি সরাসরি বিসিবি প্রদান করবে।
শুধু তাই নয়, বিদেশি খেলোয়াড়দের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় লজিস্টিক ব্যবস্থাপনা বিসিবি দেখভাল করবে। টুর্নামেন্ট শেষে বিদেশি খেলোয়াড়রা যেনো নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে যেতে পারে সে ব্যবস্থা করবে। পাশাপাশি খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করাসহ সকল আর্থিক প্রোটোকল নিশ্চিতে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি।