বিপিএলে স্পট ফিক্সিং : অভিযুক্তদের নাম গোপন রাখবে বোর্ড!

বিপিএলে স্পট ফিক্সিং : অভিযুক্তদের নাম গোপন রাখবে বোর্ড!

বিপিএলে স্পট ফিক্সিং : অভিযুক্তদের নাম গোপন রাখবে বোর্ড!

বিপিএলে স্পট ফিক্সিং

বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বিসিবির তদন্ত শেষ হয়েছে। প্রায় ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে বোর্ড জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে না।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক ও ব্যক্তিগত দিক বিবেচনায় দোষীদের নাম প্রকাশ্যে আনা হবে না। তবে ভেতরে ভেতরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে খেলা থেকে বিরত রাখা হবে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “এই মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। তবে সময় হলে অবশ্যই করা হবে।”

বিসিবির সহ–সভাপতি শাখাওয়াত হোসেন বিষয়টি আরও স্পষ্ট করে জানান, “প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় আছে, এটি খুব গোপনীয় বিষয়। আমাদের কমিটি চার্জ ফ্রেম করলে তা অভ্যন্তরীণভাবে জানানো হবে। কোনো মিডিয়া বা প্রকাশ্যে কারও নাম আসবে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তি জানবেন।”

তিনি আরও যোগ করেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তারা কেউই খেলতে পারবে না। বোর্ড আদালত নয়, তাই নাম প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই। যখন কেউ খেলতে পারবে না, তখন সবাই বুঝে যাবে।”

বিসিবির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে— অভিযুক্তদের মানবিক অধিকার ও গোপনীয়তা বজায় রেখেই ব্যবস্থা নেওয়া হবে, তবে দোষীরা মাঠে ফিরতে পারবে না।

Exit mobile version