নতুন বাংলাদেশের আশায় বিপিএল উন্মাদনা শুরু

জমকালো মিউজিক ফেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো বিপিএল উন্মাদনা! সোমবার মিরপুরে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবারের টুর্নামেন্টের নতুন আসরে নতুন কিছুর আশার কথা বলেন তিনি।

দেশের হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেল ৪টায় শুরু হওয়া ফেস্টে প্রথমে গান পরিবেশন করে ‘এভয়েড রাফা’ ব্যান্ড। এরপর দেওয়া হয় ২০ মিনিটের বিরতি। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন আসিফ মাহমুদ। এসময় অভিনব সব উদ্যোগে বিপিএল নিয়ে তিনি বলেন,‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই বাংলাদেশে আছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে প্রতিটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

এছাড়া তিনি বলেন,‘এবারের বিপিএলে থিম সং, মাস্কটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও উপভোগ্য করতে বিসিবি অনেক কাজ করছে। এই উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টাও (মুহাম্মদ ইউনুস) সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি, এবারের বিপিএল নতুন বাংলাদেশে একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন,‘বিপিএলের জন্য এরই মধ্যে অনেক কাজ করেছি। প্রধান ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় থিম সং, গ্রাফিতি উন্মোচন করেছি। অনেক ইভেন্ট হয়েছে। এখন অপেক্ষা করছি এই মিউজক ফেস্টগুলো শেষ হওয়ার পর আমাদের মূল ইভেন্ট যেটা… খেলা শুরু করব। আমি সবচেয়ে বেশি আশা করব, তারা (ক্রিকেটাররা) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’

উদ্বোধন ঘোষণার পর জুলাই গণআন্দোলনে আহতদের মঞ্চে ডেকে নেওয়া হয়। এসময় গণ আন্দোলনে প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। আর এরপরই গান পরিবেশন করেন সঞ্জয়, জেফার ও মুজা। অনুষ্ঠানের মূল আকর্ষণ রাহাত ফতেহ আলি খান ও তার দল মঞ্চে উঠবেন রাত ৮টার পরে।

Exit mobile version