বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবার চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ইয়াশা সাগর ছিলেন আলোচনার তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকতো কানাডিয়ান এই মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টারের। অল্প দিনেই বিপিএলে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এই মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টার।
কিন্তু টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। এরপর জানা যায়, পারিশ্রমিক নিয়ে কিছুটা ঝামেলা চলছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে। যার ফলে উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান বাংলাদেশ ছেড়ে।
ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর জানায়, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ইয়েশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি। আগামীকাল (শুক্রবার) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা।