বিপিএল ছেড়ে সংসদে মাশরাফি

আপাতত বিপিএল থেকে মাশরাফির বিরতি। এ বিরতি মনে হয় না এবারের বিপিএলে আর শেষ হবে। দলের বিবৃতিতে বলা হয়েছে রাজনৈতিক দায়িত্ব ও সংসদ অধিবেশনের পর সুযোগ হলে বিপিএলে খেলবেন তিনি।

চলতি বিপিএল থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ম বিপিএল থেকে বিরতি নিয়ে জাতীয় সংসদে ‘হুইপ’ হিসেবে নিজের দায়িত্ব পালনের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। বিষয়টি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

তাঁর রাজনৈতিক দায়িত্ব থেকে বিরতি পেলেই কেবল বিপিএলের এবারের আসরে তাঁকে আবারো মাঠে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।

মাশরাফির অনুপস্থিতিতে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিথুন। মিথুন বর্তমানে দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সিলেট স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাশরাফির নিজের দলের প্রতি নিবেদনকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে আবারো মাঠে দেখতে পারার আশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে টানা পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স।

Exit mobile version