উত্তেজনার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-টোয়েন্টির ১১তম আসরের। শুক্রবার মিরপুরে কোটি টাকার বিপিএল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।
ফাইনালের আগেই আলোচনায় উঠেছে, কে হচ্ছে এবারের বিপিএল সেরা! বিপিএলে এবার ব্যাট বলে শীর্ষে বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। সেই তালিকায় ব্যাটিংয়ে বেশ ভালো ভাবেই এগিয়ে আছেন খুলনার ওপেনা মোহাম্মদ নাঈম শেখ।
অন্যদিকে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বিপিএল সেরা হওয়ার দৌড়ে টিকে আছেন তাসকিন আহমেদ। রাজশাহীর এই পেসার ছাড়াও আলোচনায় আছেন বিপিএলে সর্বোচ্চ ছক্কার রেগর্ড গড়া ঢাকার তরুণ পেসার তানজিদ হাসান তামিম।
বিপিএলে কোয়ালিফায়ারসহ ১৪ ম্যাচে ৪২.৫৮ গড়ে ১৪৩.৯৪ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫১১ রান করে শীর্ষে আছেন খুলনার ওপেনার নাঈম। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে এবার বিপিএল সেরা হওয়ার দৌড়ে বেশ ভালো ভাবেই এগিয়ে আছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।
অন্যদিকে বিপিএলে দুর্দান্ত ব্যাটিং ও ছক্কার ইতিহাস সেরা হওয়ার দৌড়ে টিকে আছেন ঢাকার তানজিদ হাসান তামিম। গ্রুপ পর্বে ১২ ম্যাচ খেলে ৪৪.৯ গড়ে ১৪১.৩৯ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে ৪৮৫ রান করেছেন তামিম।
একই সঙ্গে ব্যক্তিগত রেকর্ডেও ছক্কায় নতুন মাইলফলক স্পর্শ করেন জাতীয় দলের এই তরুণ ব্যাটার। আসরের সর্বোচ্চ ৩৬ ছক্কা মেরেছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান। এক বিপিএলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য যা রেকর্ড।
আর দ্বিতীয় স্থানে থাকা খুলনার ওপেনার নাঈম শেখ ৩০ ছক্কা ছুঁয়েছেন। এক আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের যা দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার কীর্তি।