শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-টোয়েন্টির ১১তম আসরের। এবারের বিপিএলে ব্যাট বলে আলো ছড়িয়ে দেশি ক্রিকেটাররা। ব্যাট-বলে শীর্ষে বাংলাদেশের দুই তারকা। সেই তালিকায় ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে খুলনার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
২৫ বছর বয়সী জাতীয় দলের বাঁহাতি ওপেনার দেশের হয়ে এখন পর্যন্ত একটি টেস্টে ম্যাচ খেলেছেন। যেখানে দুই ইনিংসে তার রান ২৪। ২০২২ সালে নিউজিল্যান্ড সফরে তার টেস্ট অভিষেক হয়। তার আগে ২০২০ সালে ওয়ানডে অভিষেক। আর দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে।
সেবার তামিম ইকবাল না থাকায় জাতীয় দলে সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারেনি এই ওপেনার। দেশের হয়ে হয়ে রঙিন পোষাকে ৮ ম্যাচে করেন মাত্র ৯৫ রান। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৮। ৬০ স্ট্রাইক রেটে গড়ে করেন ১৩.৫৭ রান।
ব্যর্থতার কারণে এরপর থেকেই জাতীয় দলের বাইরে এই ব্যাটার। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাঈমের। আর দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে। এর মাঝে দেশের হয়ে খেলেছেন ৩৫টি-টোয়েন্টি খেলেন নাঈম। টি-টোয়েন্টিতে তার গড় রান ২৩.৯৭। স্ট্রাইক রেট ১০৩.৪২।
তবে দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল তিনি। প্রথম শেনীর ক্রিকেটে ৩১ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন এক হাজার ৫শত ৯৫ রান। এছাড়া লিস্ট এ ক্রিকেটে ১০৭ ম্যাচে তার রান ৪ হাজার ৩শত ৬৫। আর ঘরোয়া টি-টোয়ন্টিতে নাঈমের রান ১৩৭ ম্যাচে ৩হাজার ২শত ৯২ রান।