বিবর্ণ ব্যাটিংয়ে উইন্ডিজের বিপক্ষে বড় হার বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে টানা দুই হারে সেমি-ফাইনালে যাওয়ার আশা অনেকটাই শেষ হয়ে গেল বাংলাদেশের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার খেলে বাংলাদেশ করতে পারে ৮ উইকেটে ১০৩। ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য ছুঁয়ে ফেলে ১২.৫ ওভারেই ২ উইকেটে ১০৪ রান তোলে ক্যারিবিয়ান নারীরা।

এবার জয় দিয়ে আসর শুরুর পর টানা দুই হারে সেমি-ফাইনালে যাওয়ার আশা অনেকটাই শেষ হয়ে গেল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হারের পর টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই থাকল ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার গ্রুপ পর্বে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১০৩/৮
ওয়েস্ট ইন্ডিজ: ১২.৫ ওভারে ১০৪/২
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: কারিশমা রামহারেক

Exit mobile version