আরও একটা সেঞ্চুরি পেতে যাচ্ছিলেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। কিন্তু আউট হলেন ৯৫ রানে। তার ব্যাটিংয়েই এবারের বিশ্বকাপে টানা পঞ্চম জয় তুলে নিলো স্বাগতিকরা। আর টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ নিলো নিউজিল্যান্ড। ধর্মশালায় ভারতের চার উইকেটের জয়ে প্রথম দল হিসবে সেমিফাইনালের পথে এগিয়ে গেলো রোহিত শর্মার দল।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ২৭৩ রানের অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে জয় তুলে নেয় ভারত।
ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পরে নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। ৯ রানে ডেভন কনওয়ে ও ১৯ রানে উইল ইয়াং আউট হয়েছেন। তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে ১৫২ বলে ১৫৯ রান যোগ করেন রাচিন রবিন্দ্র ও ড্যারিল মিচেল। রবিন্দ্র ৭৫ রানে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর আর বড় কোন জুটি গড়ে উঠেনি। ৫ রান করে আউট হয়েছেন অধিনায়ক টম লাথাম। নিউজিল্যান্ডের রানের চাকা সচল রাখেন ড্যারিল মিচেল। সেঞ্চুরি করেন তিনি। ৫০ ওভার শেষ হওয়ার আগের বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে ১৩০ রান করেন তিনি। ৯টি চার ও ৫টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ২৩ রান। কিউইদের শেষ পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। ইনিংসের শেষ বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন লুকি ফার্গুসন। ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ভারতের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সামি। ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া কুলদীপ যাদব নেন ২ উইকেট।
২৭৩ রানের টার্গেটে শুরুটা ভালো করে ভারত। উদ্বোধনী জুটিতে ৭১ রান করেন রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত শর্মা ৪০ বলে ৪৬ রানে আউট হয়েছেন। ছোট ইনিংস খেললেও চারটি চার ও চারটি ছয় হাকিয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত আউট হওয়ার পর দ্রুত ফিরে যান শুভমান গিলও। দলীয় ৭৬ রানে আউট হয়েছেন তিনি। ২৬ রান করেন শুভমান গিল। এরপর ৩৩ রান করে ফিরে গেছেন শ্রেয়াস আয়ার। ভারতের সংগ্ৰহ তখন ৩ উইকেটে ১২৮ রান।
তবে ভারতকে চাপমুক্ত রেখেছেন বিরাট কোহলি। লোকেশ রাহুল ২৭ রানে ও সূর্য কুমার যাদব ২ রান করে আউট হলেও কোহলি সাবলীলভাবে ব্যাট করে গেছেন। জয়ের জন্য ভারতের যখন ২১ বলে ৯ রান দরকার তখন সেঞ্চুরি থেকে ৮ রান দূরে বিরাট কোহলি। এরপর ভারতের জয়ের জন্য যখন পাঁচ রান দরকার তখন ৯৫ রানে আউট হয়েছেন বিরাট কোহলি। দুর্ভাগ্য তার। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন। রবীন্দ্র জাদেজা ৩৯ রানে অপরাজিত থাকলে দুই ওভার আগেই খেলা শেষ করে ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











