নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে নাটকীয় জয় পেয়েছে আয়ারল্যান্ড। করাচিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বে টানটান উত্তেজনার ম্যাচে ১ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। প্রথম ব্যাট করে স্কটল্যান্ড ৭ উইকেটে ২৬৮ রান করেছিল। জবাবে আয়ারল্যান্ড শেষ বলে ২৬৯ রান করে। হারায় ৯ উইকেট।
এই হারের ফলে স্কটল্যান্ডের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। একইভাবে শেষ আয়ারল্যান্ডেরও। স্কটল্যান্ড জয় পেলে তাদের সম্ভাবনা যেমন বেড়ে যেত তেমনি বাংলাদেশের সম্ভাবনার পথটা কঠিন হয়ে যেত। বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান।
বাংলাদেশ শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে। এ ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে। হারলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে রান রেটের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য। সেখানেও বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। রানরেটে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। অবশ্য রানরেটে বাংলাদেশের সঙ্গে টক্কর দিতে হলে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে হবে।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শনিবার সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে। আর ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে বিকাল তিনটায়। ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাইল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















