জিতলেই সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের। কিন্তু না! ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ! ফলে প্রথমবার সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে হতাশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের।
ব্যাটিং ব্যর্থতায় হারের পর সোমবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় নারী দলের অধিনায়ক জ্যোতি বলেন, ‘আসলে দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। দলের সবার ইচ্ছা ছিল জিতে বিশ্বকাপ খেলবো। আর দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারি।’
এছাড়া তিনি বলেন,কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন আমাদের সামনে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ, যদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।’
জ্যোতি আরও বলেন,‘দল যে মানসিকভাবে একটু ডাউন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা ভালো ফল পেতে হবে। আমাদের দলের যে মানসিক অবস্থা, সেটার উন্নতি করার একটা সুযোগ এখন। যেটা টি-টোয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই হবে।’