আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে উড়াল দিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে ডাম্বুলা স্ট্রাইকার্সের হয়ে প্রথম ম্যাচেই ব্যর্থ মোস্তাফিজ ও হৃদয়।
তাদের ব্যর্থার দিনে জয়ের দেখা পায়নি দলও। ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ডাম্বুলা। সোমবার রাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান করে ডাম্বুলা। জবাবে ১৭. ২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি।
১৮০ রানের লক্ষ্য তাড়ায় অবশ্য ২৬ রানে ২ উইকেট হারায় তারা। তবে দীনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিসের ঝড়ে বিপর্যয় সামাল দেয় তারা। মেন্ডিস ২৭ রান করে ফিরলেও ফিফটি পেয়েছেন চান্ডিমাল। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে জয় নিশ্চিত করে ক্যান্ডি।
অবশ্য এদিন সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। সবমিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি। আর ব্যাট হাতে তাওহিদ হৃদয় ২ বলে ১ রান করে বিদায় ননে।