আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়বে নিগারের দল। সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের মূল লড়াই শুরু আগামী ৩ অক্টোবর। তার আগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলন, ফটোসেশনের আনুষ্ঠানিকতা হয়ে গেল মঙ্গলবার দুপুরে।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ আসর খেলে ২১ ম্যাচে বাংলাদেশের জয় কেবল দুটি। তাও ২০১৪ আসরে। ওই দুটি জয়ের পর সবশেষ টানা ১৬ ম্যাচে আর ধরা দেয়নি জয়।
এবার সেই খরা কাটানোর আশার পালে জোর হাওয়া লাগতে শুরু করেছে এবার বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই। গ্রুপে যে স্কটল্যান্ডও আছে! ১০ দলের বিশ্বকাপে একমাত্র সহযোগী দেশ তারাই। স্কটিশ মেয়েদের সঙ্গে চারটি ম্যাচ খেলে কখনও হারেনি বাংলাদেশ। তাদের প্রতিও অবশ্য সমীহ আছে নিগারের। তবে জয়ের জোর বিশ্বাস এবার তিনি পাচ্ছেন।
এবারের বিশ্বকাপ নিয়ে নিগারদের বাড়তি রোমাঞ্চও ছিল। কারণ বিশ্বকাপ হওয়ার কথা ছিল যে বাংলাদেশেই। কিন্তু দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিশ্বকাপ এখান থেকে সরে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে আয়োজক এখনও বাংলাদেশই। তবে খেলা হবে দুবাই ও শারজাহতে।
অবশ্য এই দুই ভেন্যুতে আগে কখনোই খেলেননি নিগাররা। এবার বিশ্বকাপের আগে অবশ্য দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। আগামী শনিবার শ্রীলঙ্কা ও সোমবার পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ের দুটি ম্যাচ থেকে উইকেট নিয়ে ধারণা নিতে চান নিগার।
বিশ্বকাপে গ্রুপে চার ম্যাচের তিনটিই বাংলাদেশ খেলবে শারজাহতে। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর পর এখানে ৫ অক্টোবর খেলা ইংল্যান্ডের সঙ্গে ও ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুবাইয়ে ১২ অক্টোবর লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে।