সবশেষ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় নেতৃত্ব হারানোর শঙ্কায় অধিনায়ক বাবর আজম। তবে তার আগেই কপাল পড়ল নির্বাচক কমিটি। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটিতে রাজ্জাক ও ওয়াহাবের সার্ভিস আর প্রয়োজন নেই।’
নির্বাচক কমিটি নিয়ে পরবর্তী পদক্ষেপ সময়মতো জানানো হবে বলেও উল্লেখ করা হয় সেখানে। এদিকে রাজ্জাক ও ওয়াহাব এখন ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ খেলছেন পাকিস্তান চ্যাম্পিয়ন্সের হয়ে।
উল্লেখ্য, গত চার বছরে ছয় জন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মেয়াদে। ওয়াহাবের আগে নানা সময়ে দায়িত্বে ছিলেন মিসবাহ-উল-হাক, ইনজামাম-উল-হাক, মোহাম্মদ ওয়াসিম, হারুন রাশিদ ও শাহিদ আফ্রিদি।