ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার পেসার বিশ্ব ফার্নান্দো। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন অফস্পিনার নিশান পিরিস।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) এক বিবৃতিতে জানানো হয়, “প্র্যাকটিসের সময় বিশ্বা ফার্নান্দোর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে। তিনি এখন বোর্ডের হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসনে থাকবেন।”
প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ হয়নি বিশ্বার, যা শ্রীলঙ্কা ৬৩ রানে জিতে নেয়। কন্ডিশন বিবেচনায় দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা ছিল না। তবে নিশান পিরিসের স্কোয়াডে অন্তর্ভুক্তি দলকে অতিরিক্ত স্পিন বিকল্প দেবে। পিরিস ২০১৮ এবং ২০২৩ সালে দু’বার টেস্ট স্কোয়াডে থাকলেও অভিষেক করতে পারেননি। এবার দলে জায়গা হলেও খেলার সুযোগ পাওয়া নিয়ে সংশয় আছে।
প্রথম টেস্টে রমেশ মেন্ডিসের বোলিং নিয়ে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সমালোচনা এবং তার নিয়ন্ত্রণের অভাব পিরিসের সুযোগ বাড়াতে পারে। মেন্ডিস যদিও ৬ উইকেট নিয়েছেন, কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করতে না পারায় চাপ হালকা হয় নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর। এমন পরিস্থিতিতে পিরিসের ৪১ ম্যাচে ২৪.৩৭ গড়ে ১৭২ উইকেটের অভিজ্ঞতা কাজে আসতে পারে শ্রীলঙ্কার জন্য।