পরিবর্তন এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে তালিকার শীর্ষে চলে এসেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টানা জয়ে পয়েন্ট বেড়েছে ভারতের। তালিকায় নিচে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।
টেবিলে একধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ। পাঁচ থেকে চারে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। কিউইরা এক ম্যাচ হেরে জয় পেয়েছে বাকী তিনটিতে। এতে তাঁদের পয়েন্ট এসেছে ৩৬।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ হার দিয়ে শুরু করে ভারত। হায়দরাবাদে টেস্ট হেরে পয়েন্ট তালিকায় তিন ধাপ নেমে দুই থেকে পাঁচে নেমে গিয়েছিলো রোহিত শর্মার দল। তবে রাজকোটে রেকর্ড ৪৩৪ রানের বিশাল জয়ে নিজেদের জায়গা আবারো পুনরুদ্ধার করেছে তাঁরা।
শীর্ষ থেকে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। খেলা ১০ টেস্টের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে তাঁরা। তিন হারের বিপরীতে ড্র করেছে এক ম্যাচ। এতে করে ৬৬ পয়েন্ট অর্জন করেছে অজিরা।
এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় চারে অবস্থান করছে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। ক্যারিবীয়রা ৩৩.৩৩ পয়েন্ট শতাংশ নিয়ে আছে ছয় নম্বরে।
সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাঁদের পয়েন্টের শতাংশ ২৫.০। ভারতের বিপক্ষে টানা হেরে পয়েন্ট কমেছে বেন স্টোকসের দলের। ইংল্যান্ডের পয়েন্টের শতাংশ এখন ২১.৮৮।
পয়েন্ট শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব করা হয়। মূলত সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পাননা বলেই পয়েন্ট শতাংশের দিকে আস্থা রাখছে আইসিসি।