বিপিএল আর ঢাকা প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময়ে ওঠা দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর এবার সংস্থাটি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে।
ক্রিকেটারদের সচেতন করতে ঘরোয়া আসর শুরু হওয়ার আগেই বিশেষ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই কর্মশালায় বাংলায় অনুবাদ করা দুর্নীতি প্রতিরোধের আচরণবিধি বিস্তারিতভাবে জানানো হবে খেলোয়াড়দের। প্রতিটি ক্রিকেটারকে নথিতে স্বাক্ষর করার পরই খেলার অনুমতি দেওয়া হবে।
গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ঘরোয়া টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের সচেতন করতে বিশেষ কর্মশালা আয়োজন করা হবে।
প্রথম ধাপ হিসেবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে নিয়ে কর্মশালা করার পরিকল্পনার কথা জানান তিনি। সেখানে বাংলায় অনূদিত অ্যান্টি-করাপশন কোড অব কন্ডাক্ট বিস্তারিতভাবে বোঝানো হবে। কর্মশালার পর খেলোয়াড়দের একটি ফর্মে স্বাক্ষর করতে হবে, এরপরই তারা খেলতে পারবেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, “ক্রিকেটকে আমাদের রক্ষা করতেই হবে। সবাইকে মিলেই দায়িত্ব নিতে হবে।” তিনি আরও জানান, আসন্ন জাতীয় ক্রিকেট লিগ দিয়েই এই কার্যক্রম শুরু হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















