ফেসবুকে বিতর্কিত পোস্টের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে ক্ষমা চেয়েছে তানজিম হাসান সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সম্প্রতি তানজিমের একটি বিদ্বেষমূলক পোস্টের জন্য বিতর্কের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই বক্তব্যের পর তানজিম সাকিবকে সতর্ক করেছে বিসিবি। সেই সাথে ভবিষ্যৎয়ে এ জাতীয় পোস্ট থেকে কোন ইস্যু তৈরি হলে তা বোর্ড থেকে মনিটর করা হবে বলে জানানো হয়েছে। এরইমধ্যে ফেসবুক থেকে বিতর্কিত ওই পোস্টটি ডিলেট করেছেন তানজিম সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। সিরিজে বাংলাদেশ দলে আছেন সাকিব জুনিয়রখ্যাত তানজিম সাকিবও। অন্যান্য বোর্ড পরিচালকের মতো উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও। উপস্থিত সাংবাদিকদের সাকিব ইস্যুতে জালাল ইউনুস আরও বলেন, তানজিম সাকিব ইতিমধ্যেই দু:খ প্রকাশ করেছেন। বোর্ডকে সাকিব জানিয়েছেন, ‘নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারী বিদ্বেষী হতে পারি না।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















