গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে বেড়াচ্ছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এরপ থেকে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির বেশিরভাগ পরিচালক চলে গিয়েছেন আড়ালে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও পালাতক।
এই অবস্থায় আগামীকাল ‘বুধবার’ রোববার জানা গিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তে বিসিবির জরুরী বোর্ড সভা হবে। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা।’একই সাথে ভার্চুয়াল ভিডিও কলে যোগ দেয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনের।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতির। ফলে চলমান অবস্থায় বিসিবির কার্যক্রমে নেই সভাপতি নাজমুল পাপন। গুঞ্জন আছে নতুন একজন সভাপতি নিয়োগের ব্যাপারে। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে জানায় একটি সূত্র।