বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মাত্র তিন মাস আগে বিসিবির অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেক এই জাতীয় দলের অধিনায়ক। তখনই জানিয়েছিলেন, দীর্ঘ সময় বোর্ডে থাকার কোনো পরিকল্পনা নেই তার। তবে সাম্প্রতিক সময়ে মনোভাব পরিবর্তন করে নির্বাচনে প্রার্থিতা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।”
বিসিবিতে যোগদানের আগে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে কাজ করেছেন বুলবুল। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছিলেন তিনি। একাধিকবার জানিয়েছিলেন, সাময়িক সময়ের জন্যই বোর্ডে এসেছেন।
কিন্তু গত কয়েক মাসের অভিজ্ঞতা তার মানসিকতায় পরিবর্তন এনেছে। নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন চলছিল কয়েক দিন ধরে। অবশেষে তা সত্যি হলো বুলবুলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ বিষয়ে বুলবুল বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, হয় পরিচালকদের নির্বাচন। সেটাই প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















