বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ভাগ্য নির্ধারণী বৈঠক বসছে আজ। বিসিবির এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তাও চেয়েছে ক্রিকেট বোর্ড। রাজনৈতিক পটপরিবর্তনের পর সার্বিক অবস্থা বিবেচনায় এই বৈঠকে আসতে পারে বড় কিছু সিদ্ধান্ত।
তাই বৈঠকে ভিডিও ফুটেজ বা ছবি নেয়ার কোনো সুযোগ থাকছে না। গণমাধ্যমের জন্য পর্যাপ্ত ছবি এবং ফুটেজ বিসিবিই পরবর্তীতে সরবরাহ করবে বিসিবি। এমনকি বিশেষ এই বৈঠকের পর সংবাদ সম্মেলনের রীতি থাকলেও সেই পথে এবার হাঁটছে না বিসিবি। মিডিয়া রিলিজের মাধ্যমেই জানানো হবে বৈঠকের সিদ্ধান্ত।
আলোচিত এই সভায় অনলাইনে যুক্ত হবেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে নিজের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। ২০১২ সালের পর থেকে টানা সভাপতিত্ব করে চলেছেন। চার মেয়াদে নির্বাচিত হয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
তবে এই বৈঠকে আমন্ত্রণ পাননি সাজ্জাদুল আলম ববি। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হলেও করেননি। ফলে আজকের বৈঠকেও তিনি পাননি আমন্ত্রণ। এই বৈঠকেই তাকে অব্যাহতি দিতে পারে। সেক্ষেত্রে জালাল ইউনুসের শূন্যপদের পাশাপাশি ফাঁকা হবে এনএসসির আরেকটি কোটা।
এনএসসির এই দুই কোটায় পরিচালক বোর্ডে যুক্ত হবেন নতুন দুজন। কাউন্সিলরশিপ থাকার সাপেক্ষে এতে আসতে পারেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। এদের মধ্যে ফারুক আহমেদের সভাপতি হওয়ার বিষয়ে আছে জোর গুঞ্জন উঠেছে। অবশ্য সেই সিদ্ধান্ত অবশ্য আজই আসবে কি না তা নিয়ে আছে প্রশ্ন।
সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকগুলো হয় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নিজস্ব অফিসে। কিন্তু এবারে বৈঠক সরিয়ে নেয়া হয়েছে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে। রাত ১২টা ১১ মিনিটে গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় এটি নিশ্চিত কবে বিসিবি।