নির্বাচনের পর বেশি সময় নষ্ট করলেন না সাকিব আল হাসান। নির্বাচনী মাঠের কাজ শেষ হতেই, আঙুলের চোট ঠিক হতেই নেমে পড়েছেন খেলার মাঠে, অনুশীলন করছেন নিয়মিত।
আজ থেকে বিপিএল এর অফিসিয়াল প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে কোচ সোহেল ইসলামের সাথে অনুশীলন করছেন সাকিবরা। ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে রংপুরকে অধিনায়কত্ব করবেন সাকিব। অনুশিলনের পর জিজ্ঞেস করলে তিনি নিজে এই বিয়য়ে নিশ্চিত করে বলেন নি কিছু। শুধু বলেছেন এই বিষয়ে তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত জানাবে।
‘তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর তো নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি সব সময় নিজেদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তারা কাকে চায়, কীভাবে চায় এবং সেভাবে পরিকল্পনা করে।’
বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম আজকের পত্রিকাকে সাকিবের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে, ‘বলেছেন, সাকিবের চোটের অবস্থা এখন ভালো। কদিন পর আবার দেখলাম। মাঝে দুবার দেখেছিলাম নির্বাচনের সময়ে। গতকাল থেকে ব্যাটিং শুরু করেছে। বোলিংও করেছে হালকা নরম বলে । আশা করছি, বিপিএল দিয়ে শুরু করতে পারবে সাকিব।’
এরপরই যে বিষয়টি আসে তা হচ্ছে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ। সাকিব ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি আর অধিনায়কত্ব দেবন না দলকে। অবশ্য জালাল ইউনুস বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান কয়েক দিন আগে জানিয়েছেন, তাঁরা সাকিবকে লম্বা সময়ের জন্যই অধিনায়কত্ব দিয়েছেন।
এই বিষয়টিতে মতামত জানতে চাওয়া হলে সাকিব জানান, এই বিষয়ে এখনও চূড়ান্ত আলাপ আলোচনা হয়নি। বোর্ডের সাথে যখন কথা হবে তখনই কেবল এই বিষয়ে আপডেট জানানো সম্ভব হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















