বিসিবি’র সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন

আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাতে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বিসিবি।

দুই দশকের কোচিং ক্যারিয়ারে যুক্ত সালাহউদ্দিন এর আগেও বিসিবি’তে কাজ করেছেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বিসিবিতে সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়ীত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১০ সাল থেকে ২০১১ পর্যন্ত বিসিবি’র ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ‘স্পেশালিস্ট কোচ’ হিসেবেও কাজ করেছেন।

২০১৪ সালে সিঙ্গাপুরের হেড কোচ হিসেবে যোগ দেন। তার কোচিংয়ে দেশটি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন ফোরে অংশ নেয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। এছাড়াও তার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও তিনি সফল একজন কোচ।

Exit mobile version