বিসিবি এইচপি দল এখন অস্ট্রেলিয়ায়

শক্তিশালী জাতীয় দল গড়তে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বড় পরিকল্পনা বিসিবির। সেই লক্ষ্যে (শনিবার) অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছিল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। ইতিমধ্যে (রোববার) সকালে সিডনিতে পৌঁছেছে ক্রিকেটাররা। সেখানে এদিন বিশ্রামে শেষে সোমবার থেকে অনুশীলনে নামবে।

সফরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ খেলবে এইচপি দল। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের। যেখানে খেলবে পাকিস্তানসহ বিগ ব্যাশের দল-ও।

২০০৮ সালের পর অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো পর্যায়ের দল। সফর নিয়ে হান্নান বলেন, ‘নামটা প্রথমে যখন চিন্তা করি তখনই মনে হয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। সে জায়গা থেকে এই ধরনের দলের প্লেয়ারের সঙ্গে খেলা এবং পাশাপাশি ওই কন্ডিশন সম্পর্কে জানাটা ভালো একটা অভিজ্ঞতা, যেটা আমাদের খেলোয়াড়রা নিতে যাচ্ছে। একটা লম্বা সময় অপেক্ষার পরে ২০০৮ সালে বাংলাদেশ দল শেষবার গিয়েছিল। আমি আশা করছি এবারের অভিজ্ঞতাটা তাদের কাজে লাগবে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় চারদিনের ম্যাচ দিয়ে শুরুর পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগার ক্রিকেটাররা। এইচপি অধিনায়ক মাহমুদুল হাসান জয়।

Exit mobile version