বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলছে আবারও। বর্তমান সভাপতি ফারুক আহমেদের ভবিষ্যৎ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তার বৈঠক সেই আলোচনা আরও উসকে দিয়েছে।
সূত্র জানায়, বৈঠকে ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে জানিয়েছেন, বিসিবির শীর্ষ পদে সরকার পরিবর্তন চায়। যদিও সরাসরি অপসারণ সম্ভব নয়, কারণ তিনি নির্বাচিত সভাপতি। আইসিসির নিয়ম অনুযায়ী, সরাসরি সরকারি হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের কাছে অগ্রহণযোগ্য।
এমন পরিস্থিতিতে ফারুক আহমেদের ভবিষ্যৎ নির্ভর করছে তার স্বেচ্ছায় পদত্যাগের ওপর। বৈঠকের পর তিনি নাকি সিদ্ধান্ত জানানোর জন্য দু–একদিন সময় চেয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদকে পরিচালক হিসেবে মনোনীত করে, পরে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তাই সরাসরি অপসারণ নয়, সরকার চাইছে সম্মানজনকভাবে নেতৃত্ব পরিবর্তন।
এদিকে সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে সাবেক অধিনায়ক ও বর্তমানে আইসিসি কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের নাম। জানা গেছে, আগামী মাসেই আইসিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। সরকার চাইছে তাঁকে অন্তর্বর্তী সভাপতি বা একটি নির্বাচনকালীন কমিটির প্রধান হিসেবে আনতে। যদিও বিসিবির গঠনতন্ত্রে এমন কোনো পদ নেই।
আরও আলোচনায় রয়েছে বিসিবির সিইও পদে আমিনুলকে নিয়োগের বিষয়টিও। তবে শোনা যাচ্ছে, তিনি বর্তমান সিইওর চেয়ে দ্বিগুণ অর্থাৎ মাসিক ১২ লাখ টাকা বেতন দাবি করেছেন।
সব মিলিয়ে, বিসিবির নেতৃত্ব ঘিরে অনিশ্চয়তা এবং ‘সরকারি হস্তক্ষেপ’ বিতর্কে ফের উত্তাল হতে পারে দেশের ক্রিকেট অঙ্গন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















