কার্যতালিকা থেকেই বাদ দেয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিট। গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করে আরেক সাবেক অধিনায়ক আমিনুল বুলবুলকে স্থলাভিষিক্ত করে। গতকাল সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেছিলেন ফারুক।
রোববার হাইকোর্টে রিট দায়ের করে নিজের অপসারণ এবং বুলবুলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি। তবে সোমবার হাইকোর্ট সে আবেদন কার্যতালিকা থেকেই বাদ দিয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেনের মাধ্যমে করা রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
কিন্তু আদালত প্রাথমিকভাবে রিট শুনানির মতো যথাযথ মনে না করায় তা তালিকাভুক্ত করেনি।
এর আগে বিসিবির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বিশেষ করে বিপিএল অডিট রিপোর্ট নিয়ে গঠিত সত্যানুসন্ধান কমিটি ও বোর্ডের ৮ পরিচালকের অনাস্থা ফারুকের বিরুদ্ধে বড় চাপ তৈরি করে।
এনএসসি ফারুকের পরিচালক পদ বাতিল করে এবং পরদিন আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে মনোনয়ন দেয়। বোর্ডের সভায় ভোট ছাড়াই সভাপতি নির্বাচিত হন বুলবুল।
এখন প্রশ্ন উঠেছে, ফারুক পরবর্তী আইনি পথে এগোবেন কি না। তবে হাইকোর্টের আজকের সিদ্ধান্তে বিসিবিতে নেতৃত্বের পরিবর্তন আপাতত স্থায়ী রূপ পেয়েছে বলেই মনে করা হচ্ছে। আদালতে আবেদন খারিজের মধ্য দিয়ে এই অধ্যায়ে ফারুকের লড়াই আরও কঠিন হয়ে গেল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















