বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই তার বোর্ডে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। এবার তিনি নিজেই জানালেন, প্রথম ধাপে পরিচালক পদে নির্বাচন করবেন, এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে সভাপতির পদেও লড়ার পরিকল্পনা রয়েছে তার।
দেশের এক শীর্ষস্থানীয় দৈনিক ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন,
“কেউ আগে থেকে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। বিসিবি নির্বাচন প্রক্রিয়া একটু আলাদা। এখানে সরাসরি সভাপতি পদে ভোট হয় না। আগে পরিচালক হতে হয়। তাই এবার আমি পরিচালক পদে অংশ নিচ্ছি। ক্রিকেটের জন্য কিছু করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসা জরুরি। আমি বোর্ডে এলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখনই সভাপতি হওয়ার কথা বলা বোকামি হবে, তবে যদি পর্যাপ্ত সমর্থন পাই, তখন ভাবব।”
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক হওয়ার পথ তিন ধাপে বিভক্ত—
ক্যাটাগরি-১ (ঢাকাভিত্তিক ক্লাব): ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।
ক্যাটাগরি-২ (আঞ্চলিক ও জেলা প্রতিনিধি): ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ভোট দিয়ে নির্বাচন করবেন ১০ পরিচালক।
ক্যাটাগরি-৩ (অন্যান্য প্রতিনিধি): এখান থেকে একজন পরিচালক নির্বাচিত হন।
এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করে ২ জন পরিচালক। পরে নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ঠিক করেন।
তামিম এরই মধ্যে কয়েকটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন। ফলে সেখানকার কাউন্সিলরের মাধ্যমে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন তিনি। দেশের ক্রিকেটে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও মত দেন সাবেক এই ওপেনার। তার ভাষায়,
“সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু বাস্তবে একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো—এসবই হচ্ছে। অথচ আলোচনায় আসছে না, কারা আসলেই যোগ্য প্রার্থী। এখন সময় এসেছে এমন কাউকে বেছে নেওয়ার, যারা সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে।”
উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নিয়ম অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। তার কমপক্ষে ৩০ দিন আগে সভাপতির নির্দেশে নোটিশ জারি করবে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। এরপর গঠিত নির্বাচন কমিশন ভোটার তালিকা ও সময়সূচি প্রকাশসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















