বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কোনো বাধা থাকছে না। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিতাদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। একইসঙ্গে ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে হাইকোর্টের নিষেধাজ্ঞাও স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল (৬ অক্টোবর) বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই।
রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান, আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
নির্বাচনে অংশ নিতে পারবে যেসব ক্লাব: এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।
এদিকে সরকারি হস্তক্ষেপসহ নানা অনিয়মের অভিযোগে প্রায় দেড় ডজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে প্রায় ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দাবি তুলেছিলেন—বর্তমান বোর্ডের মেয়াদ বাড়িয়ে নতুন তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের। তবে ক্রীড়া প্রশাসন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে মেজর (অব.) ইমরোজ ও লুতফর রহমান বাদলের সরে দাঁড়ানো এবং আরও দুই প্রার্থীর সমঝোতায় ভোটের আগেই সম্ভাব্য ১২ পরিচালকের নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন—ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান মিতু, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, মোখছেদুল কামাল, ফয়জুর রহমান ভূঁইয়া, নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম ও মেহরাব আলম চৌধুরী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















