বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার সরকার কর্তৃক মনোনীত হয়ে আসেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সাল থেকে নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয় বিসিবি সভাপতি পদটি। দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে ২০১৩ ও ২০১৭ সালে দায়িত্ব পালন করেছেন পাপন। সবশেষ ২০২১ থেকে চতুর্থ মেয়াদে বোর্ড সভাপতির পদে দায়িত্ব নেন তিনি। যার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।
কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সবশেষ ক্রীড়ামন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রী হন পাপন। ক্রিকেটের সর্বোচ্চ পদে তিনি আছেন এক যুগের বেশি সময় ধরে।
বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্রিকেটের শীর্ষকর্তা থাকছেন তিনিই। সরকার পতন হলেও তাকে সরানোর কোনো সুযোগ থাকছে না। কারণ বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট।