অচলাবস্থা কাটাতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় নামছে বিসিবি

বিসিবি লোগো

ঢাকা লীগের নতুন মৌসুম শুরু হওয়ার আগেই অনিশ্চয়তার ভাঁজ পড়েছে প্রথম বিভাগ ক্রিকেটে। ২৫ নভেম্বর লিগ শুরুর কথা থাকলেও বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৪৩ ক্লাবের বয়কট ঘোষণা সেটিকে থামিয়ে দিয়েছে। এই অচলাবস্থা কাটাতে এখন ক্লাবগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় বিসিবি , আর সে কারণেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবসমূহকে একটি চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড।

বয়কটের ডাক দেওয়া ক্লাবগুলো ২৯ নভেম্বর বিসিবির সঙ্গে বসবে কি না এখনও তা নিশ্চিত নয়। গনমাধ্যমে এক শীর্ষ ক্রীড়া সংগঠক জানিয়েছেন, আগামীকাল ক্লাব কর্মকর্তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং সেখানেই আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত হবে।

বিসিবির আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশের ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ এবং ক্লাবগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই চা-চক্র আয়োজন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অমীমাংসিত ইস্যু নিয়ে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরির কথাও উল্লেখ করেছে বিসিবি ।

Exit mobile version