যশপ্রীত বুমরা, বর্তমানে বিশ্বের ১ নাম্বার পেসার! গত বছর টি-২০ বিশ্বকাপে তার বোলিং জাদুতে ভারতকে করেছিলো বিশ্ব চ্যাম্পিয়ন। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বিশ্ব চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখলেও ইনজুরির জন্য খেলতে পারেননি ভারতের এই পেস অ্যাটাক লিডার। এই দুঃখ কিংবা আফসোস বুমরাকে নিশ্চয়ই আজীবন পোড়াবে।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির এক সপ্তাহ না পেরুতেই ভারতীয় পেসারের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।
একসময় মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচ থাকা বন্ডের মতে, বুমরা যদি আবারও পিঠের চোটে পড়েন, তবে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
গত বছর পিঠের অস্ত্রোপচারের পর চলতি বছরের জানুয়ারিতে সিডনি টেস্টে ফের চোট পান বুমরা। প্রথমে ‘ব্যাক স্প্যাজম’ বলা হলেও পরে জানা যায়, এটি স্ট্রেস-রিলেটেড (অতিরিক্ত পরিশ্রম) চোট।
জানুয়ারিতে পুনর্বাসন প্রক্রিয়ায় চলে যাওয়ার পর মাঠেই ফেরা হয়নি তারই ধারাবাহিকতায় খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি। বুমরাহ’র পুনর্বাসন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কবে নাগাদ ফিরবেন বিষয়টি এখনও নিশ্চিত নয়।
শেন বন্ড নিজেও ছিলেন খ্যাতিমান পেস বোলার। তাকেও লড়তে হয়েছে ইনজুরির সাথে। সে কারণেই বুমরাহ’র প্রতি বিশেষ মমত্ববোধ কাজ করছে এই সাবেক কিউই বোলারের।
বুমরাহ’র ইনজুরি প্রসঙ্গে বন্ড বলেন, ‘ফাস্ট বোলারদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হলো যখন তাঁরা হঠাৎ টি-টোয়েন্টি থেকে টেস্ট ক্রিকেট খেলেন। বিষয়টি বুমরার ক্ষেত্রেও উদ্বেগজনক হতে পারে। কারণ, ভারত আইপিএল শেষ হওয়ার মাত্র এক মাস পর জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
আর তাই বন্ড সতর্ক করেছেন যে, আইপিএলের পর সরাসরি টেস্ট ক্রিকেটে নামা বুমরার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বুমরার ক্যারিয়ারের কথা চিন্তা করে তিনি বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বুমরাকে টানা দু’টির বেশি ম্যাচ খেলানো উচিত হবে না, কারণ তিনি ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।