বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে বোলার ব্লেসিং মুজারাবানি। ৭ উইকেট পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের তৃতীয় বোলার হিসেবে তিনি এ কৃতিত্ব দেখিয়েছেন। তার ৭ উইকেট শিকার সত্ত্বেও আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬০ রান করেছে।
আয়ারল্যান্ডের ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৯০ রানে অপরাজিত তিনি। তার এমন ইনিংসের আগে বড় ধরণের বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। এক পর্যায়ে মাত্র ৩১ রানে তাদের শীর্ষ পাঁচ ব্যাটার আউট হয়েছিল। ফলে দলীয় রান তিন অঙ্কে পৌঁছাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ম্যাকব্রাইনের পাশাপাশি মার্ক আদাইরের ৭৮ রান আইরিশদের সংগ্রহকে সম্মানজনক অবস্থায় নিয়ে যায়। ম্যাকব্রাইন ও আদাইরের পাশাপাশি ব্যক্তিগত সংগ্রহকে দুই অংকে নিয়েছেন লরকান টাকার। ৩৩ রান সংগ্রহ তার।
দিনের শেষে জিম্বাবুয়ে ব্যাট হাতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে।