তিন দিনেই শেষ হয়ে গেলো স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার বুলাওয়ে টেস্ট। ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলো স্বাগতিকরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৭আগস্ট শুরু হবে।
কুইন্স স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কিউই বোলারদের বিপক্ষে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটারা। আউট হয়ে যায় ১৬৫ রানে।
ফলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র আট রান। সেই রান তুলতে গিয়েও অবশ্য এক উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামান তিন বোলার ম্যাট হেনরি, উইল ও রুর্ক এবং স্পিনার মিচেল স্যান্টনার।
ম্যাট হেনরি ২১ ওভারে ৫ মেডেন ওভার ও ৫১ রানে তিন উইকেট পেয়েছেন। সমান তিন উইকেট পাওয়া উইল ও রুর্ক ১০ ওভারে চার মেডেন ও ২৮ রান দিয়েছেন। সেন্টনার ১৭ ওভার এক বলে ছয় মেডেন ওভার ও ২৭ রানের খরচায় চার উইকেট তুলে নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৪৯ ও ১৬৫
নিউজিল্যান্ড: ৩০৭ ও ৮/১
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















